ডিসপ্লেসমেন্ট (Displacement) , মানে হচ্ছে অন্যের উপরে করা রাগ ক্ষমতাহীন কারো উপরে ঝেড়ে দেয়া
ডিসপ্লেসমেন্ট (Displacement)
কিংবা প্রেমিক/প্রেমিকার সাথে ঝগড়া করে ফোন রেখে দিছেন , এরপর পরিবারের লোকজনের সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছেন সামান্য কথা নিয়ে। আম্মু ডাকলে একটা ঝাড়ি মেরে দিলেন।
এটা মানুষের ডিফেন্স মেকানিজমের একটা পদ্ধতি । এটাকে বলে ডিসপ্লেসমেন্ট (Displacement) , মানে হচ্ছে অন্যের উপরে করা রাগ ক্ষমতাহীন কারো উপরে ঝেড়ে দেয়া।
এই আচরণের পরে অবশ্য খারাপ লাগতে পারে আপনার , কোনো কারণ ছাড়া কেন এমন করলেন এই ভেবে।
ব্যবহারঃ যেহেতু সমস্যা জানলেন , সমাধান আপনার হাতে। আপনি কেন এমন কারো উপর রাগ ঝাড়বেন , যে কিছুই করেনি রাগের মত ? যদি অন্য কেউ আপনার সাথে একই কাজ করে , আপনি কি সেটা স্বাভাবিক ভাবে নেন ?
অতএব, এসব ক্ষেত্রে পরবর্তীতে আপনার কি করা উচিত , ভেবে দেখুন ।
2. বাংলা সিনেমায় একটা ব্যাপার হয়তো দেখেছেন , নায়ক গরীব থাকার কারণে নায়িকার পরিবার সম্পর্ক মেনে নেয় না। নায়ককে যাচ্ছেতাই ভাবে অপমান করে তাড়িয়ে দেয়। নায়ক তখন কিছুই না বলে (প্রতিশোধ না নিয়ে যদিও তার ক্ষমতা আছে মারামারি করার :P ) শহরে চলে যায়। এরপর শিল্পপতি হয়ে বাড়ি ফিরে।
সাইকোলজির ভাষায় এটা হচ্ছে সাবলিমেশন(sublimation) , অর্থাৎ আপনার রাগ কাউকে না দেখিয়ে সেটা গঠন মূলক কাজে লাগানো । প্রেমিকা কোনো ক্যারিয়ার ভাল ছেলের সাথে চলে গেলে আপনি রেগে পড়াশোনা বা ক্যারিয়ারের পেছনে উঠে পড়ে লাগতে পারেন। কেউ লেখক হয়ে যেতে পারে , কেউ বিখ্যাত গায়ক।
এটাও ডিফেন্স মেকানিজমের একটা অংশ। তাই ডিসপ্লেসমেন্ট এর বদলে সাবলিমেশন ব্যবহার করুন। আমরাও চাই মানুষ এভাবেই তার রাগ পরিবর্তন করুক সফলতায়। দেখিয়ে দিক সবাইকে, ''আমিও পারি...''
No comments