ছোট গল্প ১ : বাবা ছেলে
ছোট গল্প ১ : বাবা ছেলে
একবার এক বাবা তার ছেলে জিজ্ঞাস করলেন বাবু বলতো ৮x৯= কত হয় ?
ছেলে উত্তর দিল বাবা ২০ ।
এবার বাবা তাকে খুশি হয়ে একটি চকলেট দিল ।
ঠিক তারপর দিন বাবা আমার একই প্রশ্ন করলো বলল বাবু বলতো ৮x৯= কত হয় ? এবার বাবু বললো বাবা ৩২ আর এবারো তার বাবা তাকে একটা চকলেট দিলো ।
আবার তারপর দিন বাবা ছেলে কে জিজ্ঞাস করলো ৮x৯= কত হয় এবার বাবু উত্তর দিল ৫২ ।
এবার ও বাবা খুশি হয়ে তাকে একটি চকলেট দিল ।
কি মনে হয় বাচ্চা টি বার বার ভুল উত্তর দিচ্ছে তবুও তার বাবা তাকে একটি করে চকলেট দিচ্ছে হাউ ফানি তাইনা ?
ছেলে উত্তর দিল বাবা ২০ ।
এবার বাবা তাকে খুশি হয়ে একটি চকলেট দিল ।
ঠিক তারপর দিন বাবা আমার একই প্রশ্ন করলো বলল বাবু বলতো ৮x৯= কত হয় ? এবার বাবু বললো বাবা ৩২ আর এবারো তার বাবা তাকে একটা চকলেট দিলো ।
আবার তারপর দিন বাবা ছেলে কে জিজ্ঞাস করলো ৮x৯= কত হয় এবার বাবু উত্তর দিল ৫২ ।
এবার ও বাবা খুশি হয়ে তাকে একটি চকলেট দিল ।
কি মনে হয় বাচ্চা টি বার বার ভুল উত্তর দিচ্ছে তবুও তার বাবা তাকে একটি করে চকলেট দিচ্ছে হাউ ফানি তাইনা ?
আসলে এই গল্পের মতোই আমাদের লাইফে ঠিক একই জিনিস হতে চলেছে । আমরা আমাদের অভ্যাস কে বদলে ফেলতে চাই আর সেটা তাড়াতাড়ি যেটা কখনোই সম্ভব নয় । অভ্যাস বদলাতে হলে আপনাকে ঠিক ওই বাচ্চার ভুমিকায় যেতে হবে একটু একটু করে আপনার অভ্যাস পরিবর্তন করতে হবে । খেয়াল করুন প্রথম দিন বাবুটি উত্তরে
তার বাবা কে বলেছিল ২০ তারপর দিন আরেকটু বেড়ে ৩২ তারপর দিন আরো একটু বেড়ে সেটা ৫২ তে গিয়েছে ঠিক এভাবেই প্রতিদিন একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে বাচ্চাটি হয়ত একদিন সঠিক উত্তরে পৌঁছে যাবে আর সেদিন বাবা বলবেন এবার ঠিক আছে আর বাড়ানোর দরকার নেই । আমাদের অভ্যাস গুলি পরিবর্তনের ক্ষেত্রেও আমাদের সেইম কাজটি করতে হবে একটু একটু করে অভ্যাস গুলিকে চেঞ্জ করে সেটার % ধরে আমাদের নিজেদের কে ট্রিট দিতে হবে যেন আমরা সেটা চেঞ্জ করার জন্য সেলফ ইন্সপারেশন পাই । আর সেই অনুপ্রেরনা কে কাজে লাগিয়ে আমাদের কে আমাদের লক্ষে পৌছাতে হবে ।
তার বাবা কে বলেছিল ২০ তারপর দিন আরেকটু বেড়ে ৩২ তারপর দিন আরো একটু বেড়ে সেটা ৫২ তে গিয়েছে ঠিক এভাবেই প্রতিদিন একটু একটু করে বাড়িয়ে বাড়িয়ে বাচ্চাটি হয়ত একদিন সঠিক উত্তরে পৌঁছে যাবে আর সেদিন বাবা বলবেন এবার ঠিক আছে আর বাড়ানোর দরকার নেই । আমাদের অভ্যাস গুলি পরিবর্তনের ক্ষেত্রেও আমাদের সেইম কাজটি করতে হবে একটু একটু করে অভ্যাস গুলিকে চেঞ্জ করে সেটার % ধরে আমাদের নিজেদের কে ট্রিট দিতে হবে যেন আমরা সেটা চেঞ্জ করার জন্য সেলফ ইন্সপারেশন পাই । আর সেই অনুপ্রেরনা কে কাজে লাগিয়ে আমাদের কে আমাদের লক্ষে পৌছাতে হবে ।
No comments