কিছু কমন প্রশ্ন ও তার উত্তর
কিছু কমন প্রশ্ন ও তার উত্তর ( ভুল হলে কারেকশন করে দিবেন )
১)বি সি এস(BCS) কি???
----Bangladesh civil service.এক কথায় ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা। অন্যকথায়,মধ্যবিত্ত নিম্মমধ্যবিত্ত এবং কমবেশি সকল শ্রেনীর মানুষের একটা সুনিশ্চিত অবলম্বন,যেখানে অর্থনৈতিক মুক্তির সাথে সামাজিক মর্যাদা ও শেষ বয়সের অবলম্বন নিশ্চিত।
২)বি সি এস কেন দিব???
----দিবেন কি দিবেন না সেটা একান্তই ব্যক্তিগত। কিন্তু সবারই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে,সবাই চায় অর্থনৈতিক স্বচ্ছলতার পাশাপাশি সামাজিক মর্যাদা,চাকরির নিশ্চয়তা,শেষ জীবনে একটু স্বস্তি।সেক্ষেত্রে বি সি এস সর্বাধিকার প্রাপ্ত।
৩)বি সি এস দেয়ার যোগ্যতা কি???
----আপনি যে কোন ভার্সিটি /কলেজ থেকে অনার্স শেষ করে বি সি এস দিতে পারবেন। একটাই যোগ্যতা অনার্স/সমমান পাস।কোন ক্লাস বা কোন গ্রেডে পাস করলেন এটা অপ্রয়োজনীয়।তবে শিক্ষা জীবনে একাধিকার থার্ডক্লাশ থাকলে দিতে পারবেন না।যদি ডিগ্রী (৩বছর)হয় তবে মাস্টার্স কমপ্লিট করতে হবে।বয়সের সময়সীমা ৩০বছর।
৪)ন্যাশনাল /প্রাইভেট থেকে পড়ে বি সি এস দেয়া যাবে কি???
-----অবশ্যই পারবেন।
৫)কিভাবে পড়া শুরু করবো???
----যারা একেবারে নতুন তারা প্রথমে সিলেবাস বুঝে নিন।এরপর জব সলুশন দিয়ে শুরু করুন,সাথে প্রয়োজনীয় বইগুলো রাখুন।
৬)কি কি বিষয় বেশি গুরুত্বপূর্ণ???
----এটা বিগত সালের প্রশ্ন দেখলেই বুঝবেন। তবে কোন টপিকস বাদ না দেয়াই ভালো।
৭)দিনে কয় ঘন্টা পড়লে বি সি এস হবে???
----এটা আসলে ব্যক্তিনির্ভর।কারো ৪/৫ঘন্টায় যে পড়া হয় অন্য কারো হয়ত সেটা ৭/৮ ঘন্টাও লেগে যায়।তাই আপনি ঠিক করুন দিনে আপনার কত ঘন্টা পড়া উচিত।সে ভাবেই রুটিন করে পড়ুন।
৮)আমাকে দিয়ে কি বি সি এস হবে???
----এই প্রশ্নটা অন্য কাউকে করার চেয়ে আয়নার সামনে দাড়িয়ে নিজেকে করুন। দেখবেন উত্তর পেয়ে যাবেন।আপনাকে দিয়ে কি সম্ভব কি সম্ভব না তা আপনি ছাড়া আর কে ভালো বলতে পারবে??
৯)হাতের লেখা সুন্দর হওয়া প্রয়োজনীয় কিনা???
----আপনি এখন অনার্স পড়ছেন বা পড়া শেষ করেছেন। এতদিনে যদি হাতের লেখা সুন্দর না হয় তবে এই কয়েক মাস এর পিছনে সময় নষ্ট করবেন না।শুধু লেখার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন,এটাই যথেষ্ট।
১০)বি সি এস টাকা/লবিং ছাড়া হয় কিনা???
----আমার জানা মতে,বি সি এস এ টাকা/লবিং/রাজনীতি কোনটাই লাগে না।যা লাগে তা হল ধৈর্য, চেষ্টা, পরিশ্রম ও ভাগ্য।তাই কারো প্ররোচনায় পড়ে প্রতারিত হবেন না।
Lucky 15 Casino - New Orleans, LA - Mapyro
ReplyDeleteFind all 이천 출장마사지 information and 정읍 출장안마 best 화성 출장안마 deals of Lucky 15 Casino 안산 출장마사지 in New Orleans, LA. The casino offers 시흥 출장안마 a wide variety of slot machines and table games for