ইন্টারভিউ-এর জন্য প্রস্তুত তো!
চাকরির ইন্টারভিউ নিয়ে চিন্তায় আছেন? কিভাবে নিজেকে উপস্থাপন করবেন এ নিয়ে দুশ্চিন্তায় কাটছে সময়? তবে দেখে নিন আজকের আয়োজনে দেয়া চাকরির ইন্টারভিউ বিষয়ক টিপসসমূহ।
১। নিয়োগকর্তার সাথে ভদ্রতামূলক আচরণ করা উচিত, এতে করে ইন্টারভিউতে প্রার্থীর ওপর নিয়োগকর্তার ভাল ইম্প্রেশন থাকবে। তাই আচার-আচরণের ওপর অবশ্যই খেয়াল রাখতে হবে।
২। ইন্টারভিউ-এর সময় গভীর মনোযোগী থাকা উচিৎ। এতে করে প্রশ্নকর্তার কৌশলগত প্রশ্নের উত্তর দেয়া কঠিন হবে না। আর প্রশ্নকর্তাও তাকে প্রশ্ন করতে বিরক্তবোধ করবেন না। তবে শুধু ইন্টারভিউতে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর মনোযোগী থাকা বাঞ্ছনীয়। তাহলে প্রতিটি কাজে নিজেকে সফল করা যায়।
৩। ইন্টারভিউতে প্রশ্নকর্তা আপনাকে প্রশ্ন করেছেন, যার সঠিক উত্তরটি আপনি হয়তো ভালোভাবে জানেন না। এ অবস্থায় আপনি কখনই ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিতে চেষ্টা করবেন না বা অস্পষ্ট জবাব দিয়ে উত্তর শেষ করবেন না। এতে করে নিয়োগকর্তাও বিরক্ত হবেন না।
৪। নিয়োগকর্তার সামনে নিজেকে স্মার্ট করে তুলে ধরা ভাল। কিন্তু অতিরিক্ত স্মার্ট করে তুলে ধরাটাও শেষে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা লিমিট রেখে পথে চলা উচিত।
৫। কথাবার্তার মধ্যেই মানুষ তার মনের ভাব সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারেন তাই চাকরি প্রার্থীকে বিশুদ্ধ উচ্চারণের দিকে জোর দেয়া উচিৎ। কারণ বাচনভঙ্গি ভাল হলে সহজেই নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করা যায়।
৬। চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ইন্টারভিউতে অংশ নিতে হবে। এতে করে অভিজ্ঞতা বাড়বে। আর এ অভিজ্ঞতার জোরেই এক সময় ইন্টারভিউতে টিকে থাকতে পারবেন।
No comments