মা-বাবা হিসেবে বাচ্চাদের সাথে যে সব আচরণ করলে
ফলশ্রুতিতে ভবিষ্যতে যা হয়। বিষয়গুলো মনে রাখুনঃ
১)বাচ্চার কোনো ভুলের
কারণে তার সাথে রাগারাগি করবেন না, তাহলে আপনার বাচ্চা বড়
হয়ে মিথ্যাবাদী হবে।
২)আপনার
বাচ্চাকে সবার সামনে ছোটো করবেন না,তাহলে আপনার বাচ্চা আত্মবিশ্বাস
হারিয়ে ফেলবে।
৩)বাচ্চার
কোনো ব্যাপারে সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দিবেন না,তাহলে সে নিজে থেকে
কখনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অর্জন করতে পারবে না।
৪)বাচ্চার
কোনো ব্যাপারে সমস্যায় পড়লে তার দায়িত্ব নিজে নিবেন না,তাকেই সামলাতে দিন।তা
না হলে সে বড় হয়ে ভীরু প্রকৃতির হবে।
৫)বাচ্চার
সাথে অন্য কারো তুলনা করবেন না,তাহলে সে মানুষকে হিংসা ও ঈর্ষা
করতে শিখবে।
৬)আপনার
রাগ বাচ্চার উপর ঝাড়বেন না, তাহলে
সে পরবর্তীতে সবকিছুর জন্য নিজেকে দোষী ভাববে।
৭)আপনার
বাচ্চার কাছে কোনো প্রতিজ্ঞা করলে তা কখনো ভঙ্গ করবেন না, তা না হলে সে পরবর্তীতে
প্রতিজ্ঞার কোনো মূল্য বুঝবে না।
৮)তাদের
আগ্রহকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, তাহলে সে নিজেকে নিয়ে
হতাশায় ভুগবে।
৯)আপনার
বাচ্চাকে শেখান কীভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, তা না হলে সে স্নায়ুবিক
সমস্যায় ভুগবে।
১০)তাদের
সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করলে তারা চিরজীবনের জন্য এটা মনে রাখবে।
তাদের
ভালোবাসুন, ভালোবাসতে
শেখান। তারা কৃতজ্ঞ থাকবে সবসময়।
No comments