Header Ads

তাহসান-মিথিলা দম্পতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন


জনপ্রিয় তাহসান-মিথিলা দম্পতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দম্পতির পক্ষ থেকে তাহসানের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে লেখা হয়েছে- ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি। আমাদের মধ্যে যে মতপার্থক্যগুলো তৈরি হয়েছে গত কয়েকমাস ধরে আমরা সেগুলো দূর করার চেষ্টা চালিয়েছিলাম। এরপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে পড়ে সম্পর্কে থাকার চেয়ে বিচ্ছেদের পথেই হাঁটা ভালো। আমরা বুঝতে পারছি এটা আপনাদের অনেকের কাছে অপ্রত্যাশিত। সে জন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি। নিজেদের মধ্যকার সম্পর্কটাকে আমরা বরাবরই সম্মান করে আসছি। আমাদের প্রত্যাশা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার পরও সন্তানের বাবা-মা হিসেবে আমরা একইভাবে সম্পর্কটা বজায় রাখবো। আশা করি, জীবনের কঠিন এ পর্যায়ে আপনারা আমাদের দু'জনের প্রতিই সহযোগিতা অব্যাহত রাখবেন।

+

No comments

Powered by Blogger.