Header Ads

অনেক মানুষ আছে যারা নিজেদের প্রতিভার বাহাদুরি দেখিয়ে অন্যদের ছোট করে কথা বলেন



খেয়াল করলে দেখা যাবে আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের প্রতিভার বাহাদুরি দেখিয়ে অন্যদের ছোট করে কথা বলেন। আরেকজনের অক্ষমতাকে দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করেন। যারা এরকম করেন,তাঁরা নিজেদের প্রতি এমনকি নিজের মেধার প্রতিও শ্রদ্ধাশীল নন। যারা এমন আচরণ করেন,তাঁদের আত্মমর্যাদা অনেক কম থাকে বলে,নিজের শ্রেষ্ঠত্ব ভাঙা রেকর্ডের বাজাতে থাকেন।

প্রতিভা বা জ্ঞান যাই বলি না কেন,এগুলো মানুষকে অহংকারি করে না,বরং বিনয়ী করে। যে জ্ঞানে বিনয় নেই,সে জ্ঞানে সুখ নেই,আছে কেবল অফুরান অসুখ।


অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোন। এটি আপনার চরিত্রে সৌন্দর্য যোগ করবে। শ্রদ্ধা করলেই কেবল শ্রদ্ধা পাওয়া যায়।

No comments

Powered by Blogger.