Header Ads

কিছু ইংরেজি শব্দের মজার তথ্যঃ (না জেনে থাকলে জেনে নিন)

কিছু ইংরেজি শব্দের মজার তথ্যঃ (না জেনে থাকলে জেনে নিন)

কিছু ইংরেজি শব্দের মজার তথ্যঃ (না জেনে থাকলে জেনে নিন)

►80 কে letter marks বলা হ্য় কারণ L=12,
E=5,T=20, T=20, E=5,R=18 (অক্ষরের
অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5
18=80
►ইংরেজি madam ও reviverশব্দকে উল্টো
করে পড়লে একই হবে।
►“a quick brown fox jumps over the lazy dog”
বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
►“ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
►“Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel
আছে।
►“Abstemious ও Facetious ”শব্দে সবগুলো vowel
আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো
ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
►ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এর
পরে u আছে।
►একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে
দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
►Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার
মধ্যে vowel নাই।
►Floccinaucinihilipilification সবচেয়ে বেশি
vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
►vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি)
ও I (আমি) ।
►vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
►গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination
মনে রাখার সহজ উপায়হল গাধা-গাধা-আমি-
জাতি।
►Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্টব
ানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-
দশ-পিপড়া।
►University লেখার সময় v এর পরে e ব্যবহৃত
কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত
হয়।
►“Uncomplimentary” শব্দে সবগুলো vowel
আছে। মজার ব্যাপার হলশব্দের vowel গুলো
উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
►“Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি
শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি
নাই।
►”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি
অক্ষর ক্রমানুসারে আছে।
►“Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক
অক্ষর পর পর vowel আছে।
►Mozambique এমন একটি দেশের নাম যাতে
সবগুলো vowel আছে।
►A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও
সংখ্যা আছে।
The largest word in dictionary "Floccinaucinih
ilipilification" in this word there is 29 letters ,
means exactly what it itself is.

No comments

Powered by Blogger.