Header Ads

বাংলা সাহিত্যের ইতিকথা

                                              বাংলা সাহিত্যের ইতিকথা 


১. 'Origin and Development of the Bengali Language ' (ODBL) গ্রন্থটি রচনা করেন :- ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
২. চর্যাপদ আবিষ্কৃত হয় :- ১৯০৭ সালে
৩. চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে :- ২৩নং
৪. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে :- গোড়ীয় অপভ্রংশ (বঙ্গকামরূপী)
৫. ঢাকায় প্রথম ছাপাখানা প্রতিষ্টিত হয় : ১৮৬০ সালে। (বাংলা প্রেস " নামক এই ছাপাখানা থেকে 'নীলদর্পন ' প্রকাশিত হয়)
৬. বাংলা লিপির গঠন কার্য শুরু হয় :- সেনযুগে।
৭. 'আপনা মাংসে হরিণা বৈরী ' পংক্তিটির রচয়িতা :- ভুসুকুপা।
৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কার করেন :- বসন্তরঞ্জন রায়
৯. রবীন্দ্রনাথের মতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন ছন্দে রচিত :-পয়ার।
১০. 'কবি কন্ঠহার' কার উপাধি:- বিদ্যাপতি
১১. সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল " পংক্তির রচয়িতা কে :- জ্ঞানদাস
১২. মধ্যযুগের শ্রেষ্ঠকবি :- মুকুন্দরাম চক্রবর্তী
১৩. 'নিরঞ্জনের উষ্মা ' কার রচনা :- রামাই পন্ডিত
১৪. একটি মঙ্গলকাব্যের কয়টি অংশ থাকে :- ৫টি
১৫. কালকেতু, ফুল্লরা কোন কাব্যের চরিত্র :- চন্ডীমঙ্গল।
১৬. 'প্রাচীন পন্ডিতগণ গিয়াছেন বায়ে, 
যে হৌক, সে হৌক কাব্যরস লয়ে" -- চরণদ্বয়ের রচয়িতা :- ভারতচন্দ্র রায়গুনাকর'
১৭. তোহ্ফা " কার রচনা :- আলাওল।
১৮. মর্সিয়া ' শব্দের অর্থ :- শোক বা আহাজারী।
১৯. "জয়নবের চৌতিশা " গ্রন্থের রচয়িতা :- শেখ ফয়জুল্লাহ
২০. রোমান্টিক প্রণয়োপখ্যান ধারার প্রথম কবি :- শাহ্ মুহাম্মদ সগীর।
২১. ময়মনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনুদিত হয়েছে :- ২৩ টি।
২৪. Folk শব্দের অর্থ কি :- প্রাকৃতজন।
২৫. বাংলা সাহিত্যে অবক্ষয় যুগের ব্যাপ্তি :- ১৭৬০-১৮৬০
২৬. ফোর্ট কলেজ প্রতিষ্টিত হয় :- ৪মে, ১৮০০
২৭. নিচের কোনটি উইলিয়াম কেরি রচিত গ্রন্থ :- কথোপকথন, ইতিহাসমালা
২৮. "ওরিয়েন্টাল ফেবুলিস্ট" গ্রন্থটি অনুবাদ করেন:- চন্ডীচরণ মুন্সী।
২৯. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্টাতা :- লর্ড ওয়ালেসলি।
৩০. বাংলা ভাষায় প্রথম ব্যাকারণ রচনা করেন :- রাজা রামমোহন রায়।
৩১. ইয়ংবেঙ্গলের মুখপাত্র :-জ্ঞানান্বেষণ
৩২. শিখা পত্রিকার সম্পাদক :- আবুল হুসেন(১৯২৭)
৩৩. বাংলা পিডিয়ার সম্পাদক :- সিরাজুল ইসলামম
৩৪. ইশ্বরচন্দ্রকে "বিদ্যাসাগর " উপাধি প্রদান করে :- সংস্কৃত কলেজ (১৮৪০)
৩৫. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের "প্রভাবতী সম্ভাষণ" কোন ধরনের সাহিত্যকর্ম :- শোক গাঁথা (মৌলিক রচনা)
৩৬. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম :- "বরসন্ধ্র " বা "কস্যাচিৎ উপযুক্ত ভাইপোস্য"
৩৭. বঙ্গদর্শন " পত্রিকার সম্পাদক :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৭. বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক উপন্যাস :- রাজসিংহ
৩৮. "পথিক, তুমি পথ হারাইয়াছ? " - উক্তিটি কোন উপন্যাসের :- কপালকুন্ডলা
৩৯. মেঘনাদবধ কাব্য কোন রসের কাব্য :- করুনরসের (৯টি সর্গ)
৪০. 'Blank Verse ' শব্দের অর্থ :-অমিত্রাক্ষর (অন্ত্যমিল নেই)
৪১. মদুসূদন দত্তের 'বীরাঙ্গনা ' পত্রকাব্যে কয়টি পত্র রচিত হয়েছে :- ১১ টি।
৪২. 'বসন্তকুমারী ' কার রচিত নাটক :- মীর মোশাররফ হোসেন
৪৩. সভ্যতার সংকট, কালান্তর প্রবন্ধের রচয়িতা :- রবীন্দ্রনাথ ঠাকুর
৪৪. রমেশ, হেমনলিনী, কমলা - রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র :- নৌকাডুবি
৪৫. "শেষের কবিতা " কি :- কাব্য ধর্মী উপন্যাস।
৪৬. "মরণরে তুঁহুঁ মম শ্যাম সমান "- পদাবলী টির রচয়িতা :- রবীন্দ্রনাথ
৪৭. "বৃষ্টি পড়ে টাপুরটুপুর নদেয় এল বান " - ছড়াটিকে রবীন্দ্রনাথ কি নামে অভিহিত করেছেন :- "শৈশবের মেঘদূত"
৪৮. রবীন্দ্রনাথের "চতুরঙ্গ " একটি :- উপন্যাস
৪৯. "জীবনস্মৃতি " কার আত্মজীবনী :- রবীন্দ্রনাথ
৫০. "পুনশ্চ " -রবীন্দ্রনাথের কোন ধরনের সাহিত্যকর্ম:- কাব্যগ্রন্থ
৫১.তেল নুন লকড়ী (প্রবন্ধ), সনেট পঞ্চাশৎ (কাব্য), নীললোহিত(গল্পগ্রন্থ), বীরবলের হালখাতা (প্রবন্ধ) - এর রচয়িতা :- প্রমথ চৌধুরী।

No comments

Powered by Blogger.