Header Ads

কয়েকটি উল্লেখযোগ্য উক্তি

কয়েকটি উল্লেখযোগ্য উক্তি


১। 'আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যে দাও'-প্যাটরিক হেনরি।
২। 'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা'- বেনজামিন ফ্রাঙ্কলিন।
৩। 'আমিই রাষ্ট্র'-চতুর্দশ লুই। 
৪। 'ভিনি ভিডি ও ভিসি' বা 'এলাম,দেখলাম ও জয় করলাম'- জুলিয়াস সিজার।
৫। 'সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও'-মেরিডিথ।
৬। 'তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব'- নেপোলিয়ন।
৭। 'সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ পর্যায়'-লেলিন।
৮। 'আইন গণ সার্বভৌমত্বের আদেশ"-অস্টিন।
৯। 'ধর্ম হলো মানুষেরর জন্য আফিম স্বরূপ'-কার্ল মার্কস।
১০। 'মানুষ প্রকৃতিগতভাবেই রাজনৈতিক জীব'-অ্যারিস্টটল।

No comments

Powered by Blogger.