বিখ্যাত প্রাসাদ/দপ্তর/বাসভবন::
বিখ্যাত প্রাসাদ/দপ্তর/বাসভবন:
• বুশ হাউজ→ বিবিসির সদর দপ্তর,লন্ডন।
• ক্রেমলিন→ রাশিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর।
• পেন্টাগন→ যুক্তরাস্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর।
• হোয়াইট হাউজ→ মার্কিন প্রেসিডেন্টের বাসভবন।
• ব্ল হাউজ→ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
• এলিসি প্রাসাদ→ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
• বার্কিন হাম প্যালেস→ বৃটেনের রাণীর বাসভবন।
• মারদেকা প্রাসাদ→ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
• ওয়েস্ট মিনিস্টার→ বৃটিশ পার্লামেন্ট ভবন।
• গ্রেট হল→ চীনের পার্লামেন্ট ভবন।
• আল হামরা প্রাসাদ→ স্পেনের মুসলিম শাসকদের প্রাসাদ।
• সিংহ দরবার→ নেপাল সরকারের প্রধান কার্যালয়।
No comments