মানুষের সামনে কথা বলতে বা প্রেজেন্টেশন দিতে গেলে যাদের সমস্যা হয় কিংবা বেধে যায়
১। প্রথমত জিনিষটি আত্মস্থ করবেন। এই ভয় যেন না থাকে যে আপনি অনেক কিছু জানেন না সেই বিষয় সম্পর্কে।
২। ফাইনাল প্রেজেন্টেশন দেয়ার আগে , অবশ্যই ৩-৪ বার নিজে নিজে বা আয়নার সামনে প্র্যাক্টিস করবেন।
৩। অনেক কিছু ভাবতে যাবেন না , যা মাথায় আসবে সেটাই বলে যাবেন প্র্যাক্টিসের সময়। এভাবে অভ্যাস হয়ে গেলে ভয় কেটে যাবে কথা বলার।
৪। নিজের বক্তব্য নিজেই রেকর্ড করে বা ভিডিও করে দেখতে পারেন। এবং কোথায় অসংগতি আছে সেটা খুজে বের করুন। অবশ্যই মিন মিন করে কথা বলবেন না , প্রচুর এনার্জি নিয়ে কথা বলুন ।
No comments